Header Border

ঢাকা, সোমবার, ২৫শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল) ৩০.৯৬°সে

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

খুলনায় মাহেন্দ্রের (থ্রি-হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে রূপসা উপজেলার রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী। তার বাড়ি বটিয়াঘাটার জলমায়।

পুলিশ জানিয়েছে নিহত নজরুল ইসলামের বাড়ি তেরখাদা উপজেলার আলাইপুর মল্লিক বাড়িতে। বাবার নাম ইউসুফ মল্লিক। তিনি ফকিরহাট থাকার গাড়িচালক ছিলেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত
ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকায় বিপাকে উচ্চাশিক্ষার জন্য বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীরা
লকডাউনে ভিসা এপ্লিকেশন ন্সেন্টার বা Visa Facilitation Services Global (VFS ) বন্ধ ও হাজারো শিক্ষার্থীর আর্তনাদ
দিনাজপুরে টমেটোর বাম্পার ফলন করোনায় বিপাকে কৃষকেরা
২৮ এপ্রিল পর্যন্ত বাড়লো কঠোর লকডাউন
২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ সব আন্তর্জাতিক ফ্লাইট

আরও খবর