Header Border

ঢাকা, রবিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৯৬°সে

যুবলীগ কর্মীর নেতৃত্বে যুবককে খাওয়ানো হলো মলমূত্র।

কেন্দ্রীয় যুবলীগের বাঘা বাঘা নেতাদের কর্মকাণ্ডে সারা দেশ যখন সমালোচনায় মুখর, ঠিক সেই মুহূর্তে যুবলীগ কর্মীর নেতৃত্বে এক যুবকের হাত বেঁধে নির্মমভাবে নির্যাতন এবং জোরপূর্বক তাকে মলমূত্র খাওয়ানোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার রাতে ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর নির্যাতিত যুবক ও নির্যাতনকারী সবাই আত্মগোপন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নির্যাতিত ওই যুবকের নাম আজম ব্যাপারী (২৫)। তিনি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের মহিউদ্দিন ব্যাপারী ছেলে।
ভিডিওতে দেখা গেছে, আজম নামে ওই যুবকের হাত পিঠমোড়া দিয়ে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার ওপর নির্যাতন চালাচ্ছেন। এর এক পর্যায়ে ওই যুবকের বুকে এক ব্যক্তি পা দিয়ে চেপে ধরে জোরপূর্বক বদনায় থাকা মলমূত্রযুক্ত পানি খাওয়াচ্ছেন।

এ সময় ওই যুবক নিজেকে রক্ষার জন্য ধস্তাধস্তি করলেও হাত বাঁধা থাকায় শেষ রক্ষা হয়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুব সিকদারের নেতৃত্বে বেশ কয়েকজন ওই যুবকের ওপর এই নির্যাতন চালায়। তিনি হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তিনি সোমবার সকালে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর যুবলীগ নেতার হামলা
এক মিনিটের সারা বিশ্ব
পুরোনো বগিতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল উদয়ন
সংঘর্ষ থামাতে গিয়ে লাশ হলেন তিনি
রিফাতের ৬ খুনি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে
জুতার ভিতরে ভরে ইয়াবা পাচার। আওয়ার বার্তা।

আরও খবর