Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৯৬°সে

ভাইরাল সেই ‘বৃষ্টিনাচ’ নিয়ে গণমাধ্যমকে যা বললেন কাজল

ট্রাফিক জ্যামে সারি সারি গাড়ি আটকে আছে। বাইরে বৃষ্টি। এমন পরিবেশে কারও মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু থেমে থাকা একটি বাস থেকে নেমে একজন শুরু করলেন মনের আনন্দে নাচ।

গত সোমবার দুপুর ঘটেছে এ ঘটনা। সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওটিতে যে ব্যক্তিকে নাচতে দেখা গেছে তার নাম কাজল।

রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার বিষয়টিতে তিনি নিজেও খানিকটা অবাক।

দেশের অন্যতম শীর্ষ একটি দৈনিককে কাজল বলেন, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। মন চাইল, তাই নেমে পড়লাম নাচতে। আমি তো অনেক ছোটবেলা থেকেই নাচি। নাচতে আমার ভালো লাগে, কে কী মনে করলো তাতে আমার যায় আসে না।

আমি আসলে এমনই, নাচ আমার ভালো লাগে।

পুরানা পল্টনে কাজলের ‘একে ফুড’ নামে একটি খাবারের দোকান আছে। পাশে আছে একটি লন্ড্রিও। ছোটবেলায় একা একা নাচ শিখেছেন। থিয়েটার করেন। নাট্যশালা ও বেইলি রোডে মঞ্চায়িত শিখণ্ডি কথায় অভিনয় করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নায়ক ফারুকের স্ত্রী
পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস আমাজন!
টম হল্যান্ড হতে চান অল্পবয়সী ‘জেমস বন্ড’
রিয়ালে ফিরছেন রোনালদো, পিএসজিতে মেসি
এক মিনিটের সারা বিশ্ব
দুবাইয়ের রোমাঞ্চকর ডেজার্ট সাফারি

আরও খবর